কেন্দ্রর কৃষি আইনের (Farm Law) বিরোধিতা করে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। আন্দোলন চলছে টানা ২০ দিন ধরে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে বিতর্ক বাড়িয়েছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল (BJP MP Sunny Deol)। এতে ক্ষুব্ধ কৃষকরা। তাই এবার বাড়ানো হল সানি দেওলের নিরাপত্তা। তিনি এবার থেকে তিনি ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। ২ জন কমান্ডো-পুলিশকর্মী-সহ মোট ১১ জন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেই জানা যাচ্ছে।
কৃষি আইনের (Farm Law) সমর্থনে কয়েকদিন আগে টুইট করে সানি লেখেন, “দুনিয়ার সকলের কাছে আমার অনুরোধ, এটা কেন্দ্র ও কৃষকদের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক-উভয়েরই পাশে আছি।”
তবে পাঞ্জাবের (Punjab) সাংসদ হয়ে কৃষি আইনকে সমর্থন করায় ক্ষুব্ধ কৃষকরা। এই পরিস্থিতিতে ক্ষোভ-বিক্ষোভের আঁচ যাতে কোনওভাবেই গুরুদাসপুরের সাংসদের দিকে না পৌঁছয় সেদিকে কড়া নজর প্রশাসনের। সে কারণেই অভিনেতা তথা সাংসদের নিরাপত্তা বাড়ানো হল।
আরও পড়ুন-কেরলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই , কিছুটা এগিয়ে বাম জোট
 
 
 
 
 






























































































































