উলট পুরাণ! উলেন রায়ের প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট পরিবার ও দল

0
1

উত্তরকন্যা অভিযানের সময়ে মৃত উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি থেকে সরল পরিবার ও বিজেপি। মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে বিজেপি ও মৃতের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ জানান, তাঁরা প্রথম রিপোর্টে সন্তুষ্ট। দ্রুত দেহ সৎকারের জন্য চান তাঁরা।
বিচারক দেহ মৃতের পরিবারের হাতে তুলে দিতে বলেছেন। সেই মত বুধবার উলেন রায়ের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাবেন বাড়ির লোকেরা।

দেহ নিয়ে মিছিল হবে কিনা তা ঠিক হয়নি। তবে মিছিল হতে পারে বলে বিজেপির একটি সূত্র দাবি করেছে। তা শোক মিছিল হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। গত ৭ ডিসেম্বর অভিযানের সময়ে উলেন রায়ের মৃত্যু হয়। ময়না তদন্তে শট গানের ছররায় মৃত্যু বলা হয়। তিন চিকিৎসক তদন্তে ছিলেন। তবে বিজেপি ও বাড়ির লোকেরা দ্বিতীয় বার ময়না তদন্তের আর্জি জানান আদালতে। আদালত সেই আর্জি মেনে নেয়। কিন্তু পুলিশ জেলা দায়রা জজের আদালতে যায়। সেখানে আগের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এর পরে উচ্চ আদালতে ফের শুনানি হয়। এদিন আদালতে ময়না তদন্তের রিপোর্ট পেশ হয়। বিজেপি জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই তারা চলবে। উলেনের পরিবার জানায়, তাঁরা দ্রুত সৎকার করতে চান। দেহ বাড়ির পাশেই সমাধিস্থ করে সেখানে মন্দির তৈরি করতে চান তাঁরা।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল