কয়লা পাচারকাণ্ড: লালার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

0
3

কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling) তদন্তে কোমর বেঁধে মাঠে নেমেছে সিবিআই (CBI)। এদিন সকাল থেকেই পুরুলিয়া (Purulia)ও জামুড়িয়ায় (Jamuriya) সিবিআই হানা সিবিআই অধিকারিকফের একাধিক টিম।
কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা দেয় বলে জানা গিয়েছে।

আজ, বুধবার সকাল ৮টা থেকে ছোট ছোট দলে পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে হানা দেয় সিবিআই। ওই দুই ব্যবসায়ীর বাড়ি ছাড়াও অফিসে চলছে তল্লাশি। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়াতেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই।