আজ মঙ্গলবার নিজের ৫০ তম জন্মদিনে বড় ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। হলদিয়ায় তাম্রলিপ্ত সরকারের প্রধানমন্ত্রী সতীশ সামন্তর জন্মবার্ষিকীও আজ। সেই সভা থেকেই নতুন ইনিংসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভেন্দু। ইমেলে বিধায়ক পদ থেকে ইস্তফাও দিতে পারেন। তবে আসল নাটক জমবে ১৯ তারিখ। সেদিন অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা যাবে শুভেন্দুকে। সরাসরি বিজেপিতেই (BJP) যোগ দেবেন তিনি। মধ্যবর্তী মঞ্চ গড়ার জল্পনা থাকলেও সম্ভাবনা কম। কেন্দ্র শুভেন্দুকে জেড প্লাস নিরাপত্তা ও বুলেট প্রুফ গাড়ি দিচ্ছে। শুভেন্দু তাঁর এলাকা থেকেই নতুন গণ্ডির রাজনীতি শুরু করতে চান। তারপর প্রতিটি জেলায় ঘুরবেন। আগামী সাতদিনের মধ্যে রাজ্য রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে।































































































































