অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন রোহিত

0
1

মঙ্গলবার অস্ট্রেলিয়ার( Australia ) উদ্দেশ্যে রওনা দিলেন রোহিত শর্মা( Rohit sharma)। ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলতে মঙ্গলবার ভোরে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন হিটম‍্যান।

শুক্রবারই এনসিএ থেকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় রোহিত শর্মাকে। চলতি বছর আইপিএল খেলার সময় চোট পান রোহিত। এরপর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে রিহ‍্যাবে যান তিনি। যার কারনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম‍্যাচ কিংবা টি-২০ সিরিজে দলে রাখা হয়নি রোহিতকে।

এনসিএ ফিট সার্টিফিকেট দিলেও, অস্ট্রেলিয়া গিয়ে আবারও ফিটনেস পরীক্ষা দিতে হবে রোহিতকে। সেই পরীক্ষা পাস হলেই তবে প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়া উড়ে গেলেও প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না রোহিতকে। তৃতীয় টেস্ট থেকে যাতে মাঠে নামতে পারেন তিনি, সেই দিকেই ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন: ২০২২ মহিলা বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি