বিধানসভা নির্বাচনের মাঝেই আরও এক যুদ্ধ শুরু হতে চলেছে কলকাতায়৷ মার্চের শেষেই কলকাতায় পুরভোটের সম্ভাবনা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেছিল সরকার। আপাতত মার্চের শেষে পুরভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ নভেম্বর, রাজ্যের এই নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন।
রাজ্যে এই মূহুর্তে নির্বাচন বকেয়া আছে প্রায় শতাধিক পুরসভার৷ তবে এখনই কলকাতা ছাড়া অন্যান্য পুরসভার ভোটের কথা ভাবা হচ্ছে না৷ এর অন্যতম কারন, একাধিক জেলায় বিজেপির শক্তি বেড়েছে৷ সেখানে পুরভোট হলে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শাসক দলের ফল খারাপ হলে বিধানসভা ভোটে তার প্রভাবও পড়বে৷ তাই কলকাতার বাইরের জেলায় ভোট করানোর ঝুঁকি নিতে চাইছে না নবান্ন।

নবান্ন সূত্রে খবর, কলকাতা পুরভোট নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। কয়েক দিন বাদেই তার শুনানি। ওইদিনই রাজ্যের এই নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন। তা না-হলে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই কারনেই, একুশের বিধানসভা ভোটের আগেই কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাওয়া মোটামুটি পাকা৷
আরও পড়ুন – কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট
রাজনৈতিক মহলের ধারনা, কলকাতার পুরভোট নিয়ে বিধানসভা ভোটের আগে কোনও আইনি জটিলতা হোক, তা চাইছে না শাসক দল৷ কলকাতার পুরভোট করছেনা শাসক দল, এমন প্রচারে শাসক দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে৷ বিধানসভা ভোটে এই প্রচারের কু-প্রভাব পড়তে পারে৷ তা ছাড়া বিধানসভা ভোটের আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবে শাসকদল। দল হিসাবে তৃণমূল কিছুদিনের মধ্যেই কলকাতা পুরসভার সাফল্যের ছবি তুলে ধরার সিদ্ধান্তও নিয়েছে৷































































































































