নদীতে ভেসে আসছে সোনা-রুপোর গয়না, কুড়োতে হুলুস্থুল গ্রামবাসীদের মধ্যে

0
3

তিন মাস ধরে ক্রমাগত নদীর জলে ভেসে আসছে সোনা রুপোর গয়না (Golden Jewellery)। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভেনিজুয়েলার (Venezuela) গুয়েকা গ্রামে ।

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই অদ্ভুতুড়ে কাণ্ড শুরু। সোনার মেডেলের (Gold medal)মত মাদার মেরির ছবি দেওয়া একটা সোনার টুকরো লরেন নামের ওই গ্রামের এক মহিলা খুঁজে পান। প্রথমটায় তিনি কাউকে কিছু বলেননি। পরপর বেশ কয়েকদিন এভাবেই সোনারূপো জলে ভেসে আসতে দেখেন। লরেন সেগুলি কুড়িয়ে নিয়ে বিক্রি করতে থাকেন ।

এই ঘটনা ক্রমে জানাজানি হয়ে যায়। গোটা গ্রাম জেনে যায়। পাশাপাশি গ্রামেও রাষ্ট্র হয়ে যায় । হাজার হাজার মানুষ সোনার গয়না কুড়োতে নদীর জলে দাঁড়িয়ে থাকতে শুরু করেন।

কিন্তু মজার ব্যাপার হল কোথা থেকে এই গয়না আসছে , এই গয়নাগুলো কার, তা কেউ জানে না। দাবিহীন ওহ গয়নাগুলো কেউ চাইতেও আসেনি।

তাই বিস্ময়ের আর শেষ নেই গ্রামবাসীদের মধ্যে।
আপাতত সমস্ত বিতর্ক দূরে ফেলে তারা নদী থেকে সোনার গয়না কুড়োতেই ব্যস্ত।