গোয়ায় (Goa) পঞ্চায়েত ভোটে (Panchayat Election) গেরুয়া ঝড়। দুটি জেলা পঞ্চায়েতের ৪৮টি আসনের মধ্যে ৩২টি দখল করেছে বিজেপির (BJP)। দুটি জেলা পঞ্চায়েতেই সংখ্যাগরিষ্ঠ তারা। প্রধান বিরোধী দল কংগ্রেসকে (Congres) মাটিতে নামিয়ে এনেছে তারা। যেখানে নির্দলরা ৭টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেসের ঝুলিতে মাত্র চারটি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩, এনসিপি (NCP) ১টি আসনে জিতেছে। এক বিজেপি প্রার্থী জিতেছেন বিনা লড়াইয়ে। একটি আসন জিতে খাতা খুলেছে আম আদমি পার্টি (AAP)। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। বাকি ৪৯ টি আসনে গত১২ ডিসেম্বর নির্বাচন হয়েছিল।
মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রমোদ সাওয়ান্ত (Pramad Swant) রাজ্যের গ্রামীণ এলাকায় বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে দারুন খুশি। ভারতীয় জনতা পার্টি আর তাঁর নেতৃত্বে কাজ করা গোয়া সরকারের প্রতি ভরসা রাখার জন্য তিনি গ্রামীন গোয়ার জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। সাওয়ান্ত ট্যুইট করে লেখেন, “এরকমই বিশ্বাস আর ভরসা এগিয়ে নিয়ে গিয়ে গোয়াকে। শ্রেষ্ঠ আর আত্মনির্ভর রাজ্য বানাতে সাহায্য করুন। গ্রামীণ ভোটাররা বিজেপির নেতৃত্ব আর রাজ্য সরকারের প্রতি ভরসা দেখিয়েছেন।”
আরও পড়ুন-বিক্ষোভের আশঙ্কায় এবার মতুয়া-এলাকায় যাচ্ছেন না অমিত শাহ