তিনি নেই মাত্র মাস তিনেক, এরইমধ্যে বিবাদে জড়ালেন পুত্র-কন্যা

0
2

প্রকাশ্যে বিবাদে জড়ালেন অভিজিৎ ও শর্মিষ্ঠা। সদ্যপ্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং কন্যা। বিবাদ প্রথমে প্রথমে বন্দি ছিল ঘরের চার দেওয়ালের মধ্যে । এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসে খোলাবাজারি হয়ে গেছে।

কী নিয়ে বিবাদ?

প্রণববাবু বেঁচে থাকতে সর্বভারতীয় একটি প্রকাশনা সংস্থাকে নিজের আত্মজীবনী প্রকাশের দায়িত্ব দিয়েছিলেন। ৩ পর্বের সে আত্মজীবনীর জন্য তিনি পাণ্ডুলিপি দিয়ে দিয়েছিলেন ‌। তিনটি পর্বই বই আকারে প্রকাশিত হয়ে গিয়েছ। রাষ্ট্রপতি পদে তাঁর মেয়াদ নিয়ে চতুর্থ পর্ব টি এবার প্রকাশিত হওয়ার কথা। নাম দেওয়া হয়েছে ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স’।

আর যত বিবাদ চতুর্থ বইটিকে নিয়ে।
প্রণবপুত্র অভিজিতের দাবি বইটি প্রকাশের আগে তিনি ভালো করে দেখে নেবেন। বাদ সেধেছেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা সাফ জানিয়ে দিয়েছেন বই যেমন প্রকাশ হবার তেমনই হবে । তা আগে দেখা চলবে না। তাঁর দাবি, দাদা সস্তা প্রচার পাওয়ার জন্য এসব করছে। কিন্তু তা মেনে নেওয়া যায় না। ফলে ভাই-বোনের ঝগড়ার চোটে বই প্রকাশ থমকে গিয়েছে। কীভাবে এখন এই ঝগড়া মেটে তাই দেখার।

আরও পড়ুন- হাসপাতালের নয়া ভবন উদ্বোধন, মন্দিরে পুজো: কোচবিহার সফর শুরু মমতার