শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা,১০ কম্যান্ডো- বুলেটপ্রুফ গাড়ি

0
1

শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ হল কেন্দ্রীয় নিরাপত্তা। এমনটাই সূত্রের খবর। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুর জন্য বুলেটপ্রুফ গাড়ি ও কেন্দ্রীয় স্তরের নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। তবে, অধিকারী পরিবারের তরফে এখনও খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সোমবার রাতের দিকে জানা যায়, কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন শুভেন্দু। সম্ভবত, তিনি ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন । এর আগে রাজ্য সরকারের তরফে তিনি জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পেতেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের স্পেশাল ইনটেলিজেন্স ব্যুরোর (এসআইবি) কাছে ওই মর্মে দিল্লি থেকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবারেই সেই নির্দেশ এসে পৌঁছেছে। এমনকী তিনি জেড বা জেড প্লাস নিরাপত্তাও দেওয়া হতে পারেও বলে খবর। শুভেন্দুর জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয় তৈরি করা হতে পারে। শুধু তাই নয়, সর্বক্ষণের সুরক্ষা, পাইলট কার দেওয়ারও ভাবনা কেন্দ্রের।
মাওবাদী হুমকি পাওয়ায় কেন্দ্রের বিশেষ নজরে শুভেন্দুর নিরাপত্তা ৷
কবে থেকে তা দেওয়া হবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। সেটি শুভেন্দুর উপরেই নির্ভর করছে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর।