প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) হাসপাতাল থেকে ছাড়া হল মঙ্গলবার। অনেকটা সুস্থ হয়েই বাড়ি ফিরলেন তিনি। এদিন সকাল ১১টা ২০ নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা দেন পাম অ্যাভিনিউতে তাঁর বাড়ির পথে। অ্যাম্বুলেন্সে ওঠার আগে চিকিৎসক, নার্সদের শুভেচ্ছা জানান বুদ্ধবাবু। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার সকালে তাঁর রাইলস টিউব-সহ ধমনীর ভিতরে যে চ্যানেলগুলি করা হয়েছিল তা খুলে ফেলা হয়। বাড়ি গিয়ে কী কী নিয়ম অবশ্যই মানতে হবে তার একটি তালিকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চিকিৎসক, নার্স-সহ একটি মেডিক্যাল টিম নিয়ে অ্যাম্বুলেন্স যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি সব মহলে।
আরও পড়ুন-একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল





























































































































