প্রায় ২ বছর শূন্য থাকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

0
10

আপার প্রাইমারি (Upper Primary) মামলায় হাইকোর্টে লজ্জাজনক হার হয়েছে রাজ্যের৷ আর তারপরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রায় ২ বছর শূন্য থাকা স্কুল সার্ভিস কমিশন বা SSC-র চেয়ারম্যান পদে নিয়োগ করলো রাজ্য সরকার ৷ SSC-র নতুন চেয়ারম্যান হলেন শুভশঙ্কর সরকার ( Suvo Sankar Sarkar)৷
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি৷ বুধবারই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন শুভশঙ্কর সরকার ৷ গত ২ বছর SSC-তে স্থায়ী চেয়ারম্যান ছিল না। সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চেয়ারম্যানের কাজ সামলানো হচ্ছিলো। আপার প্রাইমারির নিয়োগ নিয়ে আদালতে মুখ পোড়ার পরেই সরকার কার্যত বাধ্য হয়ে একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিল। মুখ রক্ষার চেষ্টায় এই সিদ্ধান্ত৷ প্রশাসনের ধারনা, একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যান করা হলে কিছুটা হলেও ভাবমূর্তি সুরক্ষিত হবে। উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের পিছনে আদালতে একটা অন্যতম কারণ এসএসসিতে স্থায়ী চেয়ারম্যান না থাকা। তাই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু আগে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য ৷

আরও পড়ুন- কৃষক-অস্বস্তি ঢাকতে বিরোধীদের ঘাড়েই দোষ চাপালেন মোদি!