শহরের অন্যতম ঐতিহ্য ট্রাম নিয়ে মানুষের নস্টালজিয়ায় শেষ নেই । নানান প্রতিকূলতার মধ্যেও এখনও কলকাতার রাস্তায় দূষণহীন যান হিসাবে ট্রামের পরিষেবা দিচ্ছে সরকার । যদিও
এই মুহূর্তে শহর কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রুটের ট্রাম এখনও বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম গুলি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে ।
কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ কী এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবার কবে স্বাভাবিক হবে ট্রাম? যদি হয়, তবে কবে? এই যান্ত্রিক ত্রুটির মূল কারণ আমফান ।প্রায় সাত মাস কেটে যাওয়ার পরও খিদিরপুর থেকে ধর্মতলা ও বিধান নগর থেকে হাওড়া রুটের ট্রাম এখন পর্যন্ত বন্ধ। আমফান এর জন্যই এই রুটের তার ছিঁড়ে পড়ে ছিল ।তখন থেকে আজ পর্যন্ত তা সারাই করা হয়নি ।
পরিসংখ্যান বলছে, খিদিরপুর থেকে ধর্মতলার রুটে আয় অনেকটা বেশি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তা বন্ধ রয়েছে। বিধান নগর থেকে হাওড়া রুটেও একই কারণে ট্রাম চলাচল বন্ধ রয়েছে । এর ফলে সরকারের আয়ও কিন্তু বন্ধ। বিধাননগর থেকে হাওড়া চালু হয়ে গেলেও, বিধাননগর থেকে ধর্মতলা রুটের ট্রাম এই মুহূর্তে শিয়ালদা ফ্লাইওভারের জন্য বন্ধ রাখা হয়েছে । তার কারণ ফ্লাইওভারের বহন ক্ষমতা খুব একটা ভালো নেই। ট্রাম চললে এখানে অসুবিধা হতে পারে বিপর্যয় ঘটতে পারে। তাই আপাতত এখানে ট্রাম চলাচল করছে না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.