আজ সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী ( Shuvendu adhikari)। কাঁথির বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সূত্রের অসমর্থিত খবর, আগামী কদিনের মধ্যেই তিনি বিজেপিতে ( BJP) যোগ দিতে পারেন। অমিত শাহের ( Amit Shah) কলকাতা সফরের আগেই শুভেন্দু দলবদলপর্ব সারবেন। তবে এ নিয়ে শুভেন্দুর মুখ থেকে একটি কথাও শোনা যায়নি। তিনি বিধানসভার স্পিকারের কাছেই যাচ্ছেন নাকি কলকাতায় অন্য কাজে যাচ্ছেন, তা নিয়েও জল্পনা চলছে।