সদ্য আই লিগে কোয়ালিফাই করা মহামেডান এসসি এবার ঢেলে দল সাজিয়েছে । দ্বিতীয় ডিভিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে আই লিগে কোয়ালিফাইয়ের পর আইএফএ শিল্ডেও দারুণ খেলছেন ফিলিপ আদজারা। এদিন আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী গোকুলাম কেরালাকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মহামেডান। বাংলার এই প্রধানের হয়ে জয়সূচক গোলটি করেছেন তীর্থঙ্কর সরকার। ম্যাচের ৮ মিনিটের মাথায় দুরন্ত গতি উঠে আসা আদজাকে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি দেন গোকুলামের গোলরক্ষক উবেইদ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি তীর্থঙ্কর। গত ম্যাচে বিএসএস স্পোর্টিংকে ৭-২ গোলে হারানো গোকুলাম এরপর সমতায় ফেরার বেশ কয়েকটা সুযোগ অবশ্য পেয়েছিল, তবে তার সদ্ব্যবহার করতে পারেনি। ১৬ ডিসেম্বর শিল্ডের সেমিফাইনালে মহামেডানের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। যারা এদিন সার্দান সমিতিকে ১-০ গোলে হারিয়েছে। কাশ্মীরের হয়ে ম্যাচের ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন দানিশ ফারুক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.