ভগবতের পরে তেজেন্দ্রর বাড়িতে তৃণমূল প্রতিনিধি দল

0
2

তেজেন্দ্র নারায়ণের (Tejendra narayan Majumder) সঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবতের(Mohan Bhagobat) সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই বিশিষ্ট সরোদ শিল্পীর বাড়িতে শাসকদলের প্রতিনিধি দল। সোমবার, সেখানে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত (Manish Gupta)। প্রায় ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে সূত্রের খবর।

সংবাদমাধ্যমকে মণীশ গুপ্ত জানান, তৃণমূলের কর্মসূচি ‘বঙ্গধ্বনি’ (Banga dhwani) নিয়ে তেজেন্দ্রনারায়ণের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানাননি প্রখ্যাত সরোদবাদক।

দুদিনের বঙ্গ সফরে এসে তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়িতে যান আরএসএস প্রধান মোহন ভগবৎ। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। পরে সরোদশিল্পী জানান, ধ্রুপদী সঙ্গীতের যথেষ্ট আগ্রহ রয়েছে আরএসএস(RSS) প্রধানের। এর পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়ে। সোমবার দুপুরে তেজেন্দ্রনারায়ণের বাড়ি যা যান মণীশ গুপ্ত-সহ তৃণমূলের কয়েকজন প্রতিনিধি। তবে এ বিষয়ে আর সংবাদমাধ্যমকে কিছু জানাননি তেজেন্দ্রনারায়ণ মজুমদার।

আরও পড়ুন-কৃষি আইন ইস্যুতে ফের অনশনের হুমকি আন্না হাজারের