ফের রাজ্য সরকারের সমালোচনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দক্ষিন দিনাজপুরের বুনিয়াদপুরে এক চা-চক্রে অংশগ্রহণ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। আমফানের ত্রাণ থেকে শুরু করে সিঙ্গুরের শিল্প ইস্যুসহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ। এছাড়াও রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য, তৃণমূল সরকার গত ১০ বছরে কোনও কাজ করেনি, রাজ্যের বেকারত্ব বাড়িয়েছে। তাই রাজ্যের যুবকদের বাইরে কাজ করতে যেতে হচ্ছে।

রবিবার ভোরে মালদা এসে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে উত্তর দিনাজপুরের সফর সেরে সন্ধ্যেবেলায় যোগ দেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রবিবাসরীয় রাত্রে চায়ে পে চর্চায়। সোমবার সকালে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মসূচী ঠিক করতে একটি দলীয় সভায় যোগ দেবেন দিলীপ। তারপর দুপুর একটায় বালুরঘাটে সভা। সেখান থেকে ফেরত যাবেন মালদা।
আরও পড়ুন- অসমে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি মাদ্রাসা ও টোল, প্রস্তাবে সায় মন্ত্রিসভার
 
 
 





























































































































