শুভেন্দু বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী! এ কী বললেন কনিষ্ক

0
3

রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে । কারণটা কাউকে বোঝানোর দরকার নেই। বেশ কয়েক সপ্তাহ ধরে আদৌ প্রাক্তন পরিবহণমন্ত্রী কোন দলে যোগদান করবেন, নাকি নিজের দলের প্রতি আস্থা রেখে থেকে যাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে এ কী বলে বসলেন তাঁর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা? আনুগত্য দেখাতে গিয়ে একেবারে তাকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর আসনে!
তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি সরগরম।২০২১ নির্বাচনের আগে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে রীতিমতো বিতর্ক তৈরি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক।
তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকেই চাইছে বাংলার মানুষ।
তার এই মন্তব্য যে নিছক মনগড়া নয় তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। তিনি বলেছেন, মেদিনীপুরের ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার।
শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা আরও বলেন, ত্যাগ বলতে গেরুয়া। তাঁর এই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে । কখনও তাঁর অনুগামীরা পৃথক কার্যালয় খুলছেন। সবুজ-রঙা কার্যালয়ে নীল-সাদা গালিচা পাতছেন। আবার ঘনিষ্ঠরা ত্যাগের প্রতীক নিয়ে রাজনীতি করছেন।
এমনকি শুভেন্দুকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে গিয়ে তিনি দলের নেত্রীকেও ছেড়ে কথা বলেননি ।
তিনি বলেন, দিদির সব কিছুই ঢপ। দিদির স্বাস্থ্যসাথীও ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে, তা শোধ হবে না ঢাকা দিলেও। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারীকেই দরকার।