সম্প্রতি রাতের অন্ধকারে দক্ষিণ কলকাতার (South Kolkata) নামকরা ক্লাব নাকতলা উদয়ন সংঘে (Naktala Udayan Sangha Club) বাইকে করে এসে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। এরপর তদন্তে নেমে পুলিশ রাস্তার সিসিটিভি (CCTV) ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে। সেখান থেকে বাইকের নম্বর জোগাড় করে তদন্ত শুরু হয়। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত এবার পুলিশের জালে। ঘটনার এক সপ্তাহের মধ্যেই শিবম পাণ্ডে নামে যুবককে গ্রেফতার করলো করল কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা। ধৃত শিবম কসবার (Kasha) বাসিন্দা বলে জানা গিয়েছে।
কে এই শিবম?
শিবম পান্ডে বর্তমানে সল্টলেকের ( Salt Lake) একটি ফিনান্স সংস্থার কর্মী। আগে একটি কল সেন্টারে চাকরি করত। কাজের শেষে বন্ধু-বান্ধবদের নিয়ে ফূর্তি করাই ছিল তার কাজ। উৎশৃঙ্খলভাবে সঙ্গী-সাথীদের নিয়ে বাইকে চেপে শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোই ছিল শিবমের নেশা। ঘটনার দিনও সে বন্ধুদের সঙ্গে বাইকে করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।
কোন মোটিভ থেকে ভাঙচুর?
শিবমকে প্রাথমিক ভাবে জেরা করে পুলিশ কোনও পূর্ব পরিকল্পিত হামলার ষড়যন্ত্রের তত্ত্ব পায়নি। এমন ঘটনার নেপথ্যে গুরুতর কোনও মোটিভও খুঁজে পাননি তদন্তকারীরা। হঠাৎ করে রাগের বশে এই হামলা বলে পুলিশের অনুমান। নাকতলা উদয়ন সংঘের সামনে তার দুই সঙ্গীর সঙ্গে ক্লাবের সদস্যদের হাতাহাতি হয়েছে জেনে শায়েস্তা করার পরিকল্পনা করে। সেইমতো হামলা এবং ভাঙচুর। শিবমের বাকি সঙ্গীদের খোঁজ চলছে বলে নেতাজি নগর পুলিশ সূত্রে খবর।
কী ঘটেছিল সেই রাতে?
গত শনিবার রাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্লাব বলে পরিচিত নাকতলা উদয়ন সংঘে ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত-সহ আরও অনেকে। প্রভাবশালী ব্যক্তিদের ক্লাব জানা সত্ত্বেও হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ক্লাবের আসবাব পত্র। বাধা দিতে গেলে এক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের দাবি ছিল, ওইদিন সন্ধে থেকে নাকতলা উদয়ন সংঘের সামনের রাস্তা দিয়ে বাইক নিয়ে বেপরোয়া ভাবে যাচ্ছিল কয়েকজন যুবক। সে সময় এক ক্লাব সদস্যের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। যা পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেই সময় ওই যুবকরা হুমকি দিয়ে যায়। তারপর রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ হামলা চালায় ওই যুবকরাই। স্থানীয়দের দাবি, রাতের বেলায় আচমকাই জনা ২০-২৫ দুষ্কৃতী বাইকে চড়ে নাকতলা উদয়ন সংঘ ক্লাবের সামনে পৌঁছয়। প্রত্যেকর হাতে ছিল বাঁশ, রড, ইঁট। কিছু বুঝে ওঠার আগেই ক্লাবের একতলার ২টি ঘরে তারা ব্যাপক ভাঙচুর চালায়।
আরও পড়ুন- আর্থিক দুর্নীতির তদন্তে অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের