বাইক (Bike) নিয়ে বেড়াতে ভালোবাসেন কিন্তু সঙ্গীর অভাবে যেতে পারছেন না? তাঁদের জন্য সুখবর। সঙ্গে থাকবে আইআরসিটিসি(Irctc)।
বেড়াতে যেতে কে না ভালোবাসে । কিন্তু এই কোভিড(Covid) পরিস্থিতিতে দলবেঁধে ঘুরতে যাওয়ার প্রবণতা অনেকটাই কমেছে। সেই সঙ্গে বেড়েছে বাইক নিয়ে সিঙ্গল টুর(Single tour)। কিন্তু সঙ্গীর অভাব সব সময় একা একা বেরিয়ে পড়া যায় না । তাঁদের কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেলের ট্যুরিজম সংস্থা আইআরসিটিসি (Irctc) শুরু করতে চলেছে অ্যাডভেঞ্চার টুর(Adventure tour)। চলতি মাসের ২০ তারিখ সকালে কলকাতা থেকে বেরিয়ে বাঁকুড়ার জয়পুর জঙ্গল পর্যন্ত শুরু হচ্ছে বাইক ট্যুর (Bike tour)। মাত্র ২ হাজার ৮০০ টাকায় । সকালে কলকাতা থেকে বাঁকুড়া গিয়ে ঘুরে রাতে আবার বাড়ি ফিরতে পারবেন। সারাদিন খাওয়া-দাওয়া হই হুল্লোর করে প্রকৃতিকে উপভোগ করে দিন কাটাতে পারবেন। সংস্থার জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্রা জানিয়েছেন প্রথম ট্যুরের জন্য যে টাকা ধার্য করা হয়েছে পরবর্তিকালে প্রয়োজনীয় চাহিদা মত তা কমানো হতে পারে। যাদের বাইক আছে তাঁরা তা নিয়ে যেতে পারবেন। তবে সে বাইক হতে হবে 200সিসি। যাদের 200cc বাইক নেই তাদের বাইক দেবে আইআরসিটিসি । সেজন্য অবশ্যই বাড়তি কিছু অর্থ গুনতে হবে । ডালহৌসি থেকে শুরু হওয়া বাইক ভ্রমণে থাকবেন অভিজ্ঞ বাইক রাইডাররা। সঙ্গে থাকবেন মেকানিক। যাতে গাড়ির কোনো সমস্যা হলেই সারিয়ে ফেলা যায় । হাওড়া স্টেশন সহ শহরের বড় বড় স্টেশনে থাকবে Booking Kiosk. মোবাইল অ্যাপসের মাধ্যমে বুকিং করা যাবে
তাহলে আর কীসের অপেক্ষা? বেড়িয়ে পড়ুন বাইক নিয়ে প্রকৃতির কোলে।
আরও পড়ুন-TRP জালিয়াতি : এবার গ্রেফতার রিপাবলিক টিভির CEO বিকাশ খানচন্দানি































































































































