তৃণমূলের সঙ্গে পাল্লা, চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু বিজেপির

0
1

বিজেপির হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে রবিবার চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু হল। আজ এই প্রতিশ্রুতি কার্ডে প্রথম রেজিস্ট্রেশন হল। মোট ৭৫ লক্ষ যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে। একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বেসরকারিকরণের পথে যখন হাঁটছে কেন্দ্র   তখন এই ৭৫ লক্ষ যুবকের চাকরি কোথায় হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । তৃণমূলের তরফে এই বিষয়টি কে স্রেফ ভাঁওতাবাজি হিসাবে উল্লেখ করা হয়েছে ।

রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপি যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, “৫ বছরে ৭৫ লাখ যুবকের কাছে যাব। বেকারদের নাম, ঠিকানা লিখে নিয়ে আসব। চাকরির প্রতিশ্রুতি কার্ড দেব।“ বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দেন সৌমিত্র।
এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। তিনি বলেন, “সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়াটা বড় ভুল।” শিল্প সম্মেলনের খরচ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “৯টা মেলা হয়েছে কিন্তু সেই হিসেবে বিনিয়োগ হয়নি। শিল্প সম্মেলন হলেও বিনিয়োগ হয়নি।“ এছাড়াও শিল্প সম্মেলনে কত খরচ হয়েছে, শ্বেতপত্র দিয়ে তা জানাক রাজ্য সরকার, এমনটাও দাবি জানান মুকুল। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির অভিযোগও তুলেছেন তিনি।