অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসাবে, ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে শুভমন গিলকে দেখতে চান প্রাক্তন ক্রিকেটার দিলিপ বেঙ্গসরকার। শনিবার এমনটাই জানালেন তিনি।

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজে রোহিতের অনুপস্থিতিতে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে কে হবে ওপেনার জুটি? সেই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার বেঙ্গসরকর জানিয়ে দিলেন, ওপেনার হিসাবে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁর প্রথম পছন্দ শুভমন গিল। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ফিরে আসার পর চার নম্বরে অজিঙ্কে রাহানেকে এগিয়ে রাখলেন বেঙ্গসরকর। একই মত ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার মদন লালের। তিনিও মনে করেন বিরাট দেশে ফিরে এলে তাঁর জায়গায় যোগ্য মানাবে রাহানেকে।
বাটিং লাইন নিয়ে একমত হলেও, দলের তৃতীয় পেসারের ভূমিকা নিয়ে একমত নয় দুই প্রাক্তন ক্রিকেটারের। মহম্মদ শামি, বুমরাদের পাশাপাশি তৃতীয় পেসার হিসাবে উমেশ যাদবকে পছন্দ বেঙ্গসরকরের। কিন্তু মদনলালের চাইছেন তৃতীয় পেস বোলার হিসাবে মহম্মদ শিরাজকে সুযোগ দেওয়া হোক।
১৭ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই মুহূর্তে সিরিজে ১-১ এ দাড়িয়ে দু-দল। এখন দেখার টেস্ট সিরিজ জিতে শেষ হাসি কে হাসে অস্ট্রেলিয়ার মাটিতে।
আরও পড়ুন:ফের অস্ট্রেলিয়ায় ফিটনেস পরীক্ষা রোহিতের



































































































































