শিক্ষক নিয়োগে জটিলতা কাটার ইঙ্গিত, আজ উচ্চ প্রাথমিকের রায়

0
1
কলকাতা হাইকোর্ট

রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা কাটার ইঙ্গিত। দীর্ঘ শুনানির পরে কলকাতা হাইকোর্ট ১১ তারিখ উচ্চ প্রাথমিক মামলাটি মেনশন করা হয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে ৩৯ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে আছে। বেলা আড়াইটের পর রায়দান করা হবে।

আরও পড়ুন : আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশে সংস্কার প্রয়োজন: হাইকোর্ট

নিয়োগ নিয়ে সামনে একের পর এক অভিযোগ এসেছে। একাধিক মামলাও হয়েছে। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে ২০১৫ সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর পরীক্ষার ফল প্রকাশিত হয়। বহু বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশোনাল মেরিট লিস্ট প্রকাশ হয়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। একধিক মামলা হয়। মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে। বাকি শুধুমাত্র রায় ঘোষণার। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করতে তৎপর হবে শিক্ষা দফতর।