বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক পদে বাংলাদেশকে সমর্থন করবে ভারত

খায়রুল আলম, ঢাকা

0
3

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের (সিয়েরো) নির্বাহী পরিচালক পদে বাংলাদেশের প্রার্থিতায় নিজেদের সমর্থনের কথা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই সমর্থনের কথা জানান। বৈঠকে করোনা ভাইরাস মহামারির কারণে ভারতীয় ভিসা পেতে বাংলাদেশি নাগরিকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন দোরাইস্বামী।

হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বলেন, বিভিন্ন ক্ষেত্রে ৯০ শতাংশ ভারতীয় ভিসা ইতোমধ্যে দেওয়া শুরু হয়েছে, আর বাকিগুলো কোভিড-১৯ পরিস্থিতির উপর নির্ভর করে দেওয়া হবে। বিক্রম কুমার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিনের তিন কোটি ডোজ সরবরাহের প্রক্রিয়ার কথা উল্লেখ করেন। পারস্পরিক সুবিধার জন্য দু’দেশের মধ্যে ব্যবসায়িক পর্যায়ে আন্তঃসংযোগ বাড়ানোর কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতীয় হাইকমিশনার এবং তার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শুভেচ্ছা জানান।