নতুন তিনটি কৃষি আইন কৃষকদের ক্ষতি করে প্রকৃতপক্ষে কর্পোরেটদের স্বার্থরক্ষা করবে। এই আইন কৃষকদের জন্য বিপজ্জনক হতে চলেছে। এমনই মত বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্বব্যাঙ্কের প্রাক্তন প্রধান ড. কৌশিক বসুর। তিনি বলেন, আমি খুব খুঁটিয়ে কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি আইন পর্যালোচনা করেছি। এই আইনে এমন কিছু বিষয় ঢোকানো হয়েছে যা শুধু খারাপ তাই নয়, কৃষকদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন : ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী
কৌশিক বসুর কথায়, আমি মনে করি কৃষি আইন সংস্কার করা প্রয়োজন। কিন্তু সংস্কার মানে কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেট আর শিল্পপতিদের সুবিধা করে দেওয়া নয়! কৃষি ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনে যে পরিবর্তন দরকার ছিল তা করতে গিয়ে কৃষকদের চেয়ে কর্পোরেটদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে সরকার। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কৃষকদের মানসিক শক্তিকে সেলাম জানাই। যেভাবে তাঁরা প্রতিকূল পরিস্থিতিতে এতদিন ধরে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাঁদের অদম্য জেদ ও লড়াকু মানসিকতা দেখার মত।



































































































































