কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত। চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে 14 তারিখ সোয়া বারোটার সময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব ও ডিজেপিকে তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। এই চিঠি পেয়ে তার উত্তরে এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠান স্বরাষ্ট্রমন্ত্রককে। সেখানে তিনি লেখেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ব্যক্তির জন্য পুরো বিষয়টি গুরুত্ব দিয়েছে রাজ্য। এই বিষয়ে জেপি নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার পথে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তা জানিয়ে দেন আলাপন।
চিঠিতে তিনি লেখেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি ও একটি পাইলট কার দেওয়া হয়েছিল নাড্ডাকে। এছাড়াও পিএসও (সিআরপিএফ) ছিলেন। ওই রেঞ্জের ডিআইজিকে এলাকায় রাখা হয়েছিল। তিনি পুরো পুলিশ মোতায়েনের বিষয়ে তদারকি করেন। 4 জন অতিরিক্ত পুলিশ সুপার, আটজন ডেপুটি পুলিশ সুপার, 14 জন ইন্সপেক্টর, 70 জন এসআই/এএসআই, 40 ব়্যাফ, 259গন কন্সস্টেবল এবং 350 সদস্যর অতিরিক্ত বাহিনী নাড্ডার ডায়মন্ডহারবারের যাত্রাপথে মোতায়েন করা হয়েছিল। এছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থাও ছিল।
কিন্তু ওই কনভয়ের ভিতর বাইরের গাড়ি ছিল বলে অভিযোগ করেন মুখ্যসচিব। তিনি জানান, এই বিষয়ে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে. যার মধ্যে দুটি মামলা উস্তি এবং ফলতা থানায় দায়ের হয়েছে. এই ঘটনায় সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও ডিজেপিকে সশরীরে দিল্লিতে হাজির হওয়ার বিষয়টি যদি বিবেচনা করে দেখা হয়- সে বিষয় চিঠিতে অনুরোধ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

































































































































