চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি’ হয়েছে। হাসপাতাল সূত্রে শুক্রবার সকালে এমনটাই জানানো হয়েছে। যদিও সঙ্কট কাটেনি। এখনো তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনেই রাখা হচ্ছে। তাতে সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু।
আরও পড়ুন : ঘুমের ওষুধের মাত্রা কমানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য
চিকিৎসকরা জানিয়েছেন, অতি সংকটজনক অবস্থা কাটিয়ে উঠলেও এখনও তাঁকে পুরোপুরি বিপদমুক্ত বলা যায় না। তাই প্রতিমুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, রক্তে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমছে, বাড়ছে অক্সিজেনের মাত্রা। রক্তচাপ-হৃদস্পন্দন-ইউরিন ডিসচার্জ স্বাভাবিক। স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে । যাতে আর অন্য কোনও রকম সংক্রমণ না হয়ে যায় তাই সব রকম সর্তকতা নেওয়া হচ্ছে।