গরু পাচারকাণ্ড: অবশেষে আসানসোলে CBI আদালতে আত্মসমর্পণ এনামুল হকের

0
1

অবশেষে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের আত্মসমর্পণ। আজ, শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামুল। সিবিআই আধিকারিকরা এনামুলকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : এনামুলের কোভিড রিপোর্ট ফের পজিটিভ, সন্দেহ প্রকাশ করল সিবিআই: সূত্র

আরও পড়ুন : গরুপাচারচক্র ধরতে সিবিআই হানা সীমান্তরক্ষী কর্তার বাড়িতেও

সিবিআই সূত্রে খবর, এনামুলের সঙ্গে বিএসএফ আধিকারিকদের একটি বড় সিন্ডিকেটের যোগাযোগ ছিল। এপার থেকে ওপারে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন ও দেওয়া হত ঘুষ। প্রয়োজনে বিএসএফ আধিকারিকদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে সিবিআই তরফে। এই পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে, তেমনটাই মনে করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন : জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি এনামুলের, গরু পাচারে সিবিআইয়ের নজরে তিনজেলা