গোবরডাঙ্গা হিন্দু কলেজে বিজেপি তাণ্ডব, আক্রান্ত ৬ তৃণমূল কর্মী

0
2

ফের কলেজ রাজনীতিতে বিজেপি তাণ্ডব। গোবরডাঙ্গা হিন্দু কলেজে শুক্রবার বেলা বাড়তে শুরু হয় বিজেপির তাণ্ডব। বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এনে কলেজে হামলা চালিয়েছে বিজেপি, বলে অভিযোগ। এই ঘটনায় ৬ জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আক্রান্ত হয়েছে বলে খবর।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে কলেজে স্মারকলিপি জমা দেওয়ার নামে হামলা চালায় এবিভিপি। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর।

আরও পড়ুন:একযোগে মুকুল-শমীকের আক্রমণ নাড্ডার ঘটনা নিয়ে

ঘটনায় বহু বাইক ভাঙা হয়েছে। রীতিমতো কিছুক্ষণের তাণ্ডবে তছনছ হয়ে যায় কলেজ চত্বর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার প্রতিবাদে পাল্টা মিছিল করে তৃণমূল।