ডায়মন্ড হারবারে ধুন্ধুমার: নাড্ডা-সহ বিজেপি নেতৃত্বের কনভয়ে হামলার অভিযোগ, নামলো RAF

0
2

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফর ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সকাল থেকেই তৃণমূলের মিটিং, মিছিল, বিক্ষোভ অবরুদ্ধ গোটা ডায়মন্ড হারবার। বেলা যত গড়াচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। এবার ডায়মন্ড রোডের উপর শিরাকোলে ব্যাপক উত্তেজনা। জেপি নাড্ডা-সহ বিজেপি নেতৃত্বের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

অভিযোগ, পথ আটকানো হয় বিজেপি সভাপতির কনভয়। পাথর ছুঁড়ে ভাঙা হয় তাঁর গাড়ির কাঁচ। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা, সম্বিৎ পাত্র, শিবপ্রকাশ-সহ সকলের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তবে পুলিশ এসে নাড্ডা-সহ বাকিদের কনভয় পার করিয়ে দেয়।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপি নেতাদের কনভয় বেরিয়ে যাওয়ার পর উত্তেজনা আরও চরমে ওঠে। বাইক মিছিল করে যাওয়া বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। হাতাহাতি থেকে পাথর ছোঁড়াছুড়ি কিছুই বাকি ছিল না। পরিস্থিতি মোকাবিলায় ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন মোড়ে মোড়ে RAF নামানো হয়েছে।