প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতালে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী

0
3

সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ-তে। দেওয়া হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশন।
তাঁকে দেখতে বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই সময় পরিবারের সবাই হাসপাতলে আছে। আমরাও পরিবারের পাশে আছি। তার দ্রুত আরোগ্য কামনা করি। উনি দ্রুত সেরে উঠুন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে এখনও আমরা সম্মান করি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
বিকেল পাঁচটায় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক।রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর  করোনা রিপোর্ট নেগেটিভ।