কেন্দ্রের কৃষি আইন বাতিলের প্রতিবাদে গোটা দেশে যখন কৃষক সংগঠনগুলি আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আবহের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। চেয়েছিলেন বিয়েটাও প্রতিবাদের স্মারক হয়ে থাক। আর যেমন ভাবা তেমন কাজ।
আমন্ত্রিতদের তারা অনুরোধ করেছেন,
উপহারের দেওয়া অনুদান তারা যেন পৌঁছে দেন সরাসরি আন্দোলনরত কৃষকদের কাছে। তাদের সেই ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে মূহুর্তে ছড়িয়ে পড়ে সর্বত্র। তাই পাঞ্জাবের এই বিশেষ বিবাহ অনু্ষ্ঠানকে ঘিরে চর্চা তুঙ্গে।
ঘটনাটস্থল চণ্ডীগড় থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে পাঞ্জাবের মুক্তাসর। বিবাহ বন্ধনে আবধ্য হতে চলা দুই পরিবারই সিদ্ধান্ত নিয়েছিল তারা কোনও উপহার নেবেন না। বিয়ের আসরে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসা অভ্যাগতদেরকে পরিবর্তে তারা যদি অনুদান দিতে চান তা যেন একটি বক্সে দান করে দেন। অনুষ্ঠানের দিন এক ঘোষককে বিষয়টি নিয়ে ঘোষণা করতে দেখা যায় অনুষ্ঠান মঞ্চ থেকে। তিনি বলেন, কেউ যদি স্বেচ্ছায় কোন অনুদান দেন তবে সেই টাকা চলে যাবে কৃষকদের জন্য খাদ্য, বস্ত্র ও অন্যান্য জরুরি সামগ্রী কেনার কাজে। রীতিমতো অনুদানের পাহাড় জমে যায়।
যা দেখে আত্মতৃপ্তির সুর তাদের কন্ঠে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.