বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে। কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রসঙ্ঘে। এছাড়া তাঁর মস্তিষ্কপ্রসূত অন্যান্য প্রকল্প দেশের বিভিন্ন নেতা-নেত্রী-সরকারের দ্বারা প্রশংসিত হয়েছে।
সরকারি কাজে দ্রুততা আনতে এবং সাধারণ মানুষের হয়রানি এড়াতে মুখ্যমন্ত্রী চালু করেছেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এবার সেই কর্মসূচির প্রশংসা করলেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, খুব ভালো। পশ্চিমবঙ্গ সরকারের দারুন উদ্ভাবনী কর্মসূচি। দুয়ারে সরকার নামে নতুন কর্মসূচি সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সাহায্য করার জন্য অভিনব উদ্যোগ। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে ঘরের দরজাতেই। এই সুচিন্তিত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন শত্রুঘ্ন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ডিসেম্বর মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। এলাকায় এলাকায় সেখানে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানা এবং কোন প্রকল্পের সুবিধা না পেলে সে বিষয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে। এতে সময় কম লাগছে এবং দ্রুত সরকারি কাজ শেষ হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় তৈরি এই কাজেরই প্রশংসা করলেন এই রাজনৈতিক নেতা।
আরও পড়ুন-মতুয়ারা এদেশের নাগরিক, কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই: মুখ্যমন্ত্রী
 
 
 
 
 
 






























































































































