কলকাতায় প্রথম কোভ্যাকসিন নিয়ে দিব্যি সুস্থ আছেন বিপ্লব

0
1

কলকাতায় প্রথম কোভ্যাকসিন নিয়েছিলেন তিনি। তার নাম বিপ্লব যশ। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেমন আছেন তিনি? বেলেঘাটার এক নম্বর চাল পট্টির বাসিন্দা বিপ্লববাবু জানিয়েছেন, ১ ডিসেম্বর ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরে এখনও পর্যন্ত কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিপ্লববাবু কিন্তু সত্যি বিপ্লব ঘটিয়েছেন। কারণ, কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে নিজেকে সামিল করে তিনি দেখিয়েছেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি। বাড়িতে স্ত্রী ও এক মেয়ে আছে। তবু জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু সামিল হয়েছেন এই মহাযজ্ঞে। এমন একটা কাজে নিজেকে সঁপে দিতে ভয় করেনি? এই প্রশ্নের উত্তর দিতে একটুও গলা কাঁপেনি বিপ্লববাবুর। বরং তার কণ্ঠে ছিল দৃঢ়তার সুর।
তিনি জানিয়েছেন, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হয় । তাই আমি সামিল হয়েছি।
লকডাউনে কাজ হারিয়েছেন বেসরকারি সংস্থার কর্মী । তবু দমে যাননি। টিউশনি করে বর্তমানে সংসার চালাচ্ছেন বিপ্লববাবু । আগামী ২৯ ডিসেম্বর তিনি দ্বিতীয় ডোজ নেবেন । কঠিন সময়ে কোভ্যাকসিন প্রয়োগের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য তিনি অন্যদেরকেও আহ্বান জানিয়েছেন। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভেজ কোভ্যাকসিনের টিকা নিয়েছিলেন। কিন্তু শনিবার তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে । এরপরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। তার ১৪ দিন পর ভ্যাকসিন শরীরে কাজ করতে শুরু করে অর্থাৎ পুরো প্রক্রিয়াটিতে 42 দিন সময় লাগে।