বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন হলো তপন মেমোরিয়াল ক্লাব । ফাইনালে তারা ৩৩ রানে হারালো মোহনবাগানকে। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা তপন মেমোরিয়ালের শাহবাজ আহমেদ।


ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেন তপন মেমোরিয়াল। তপন মেমোরিয়াল হয়ে দুরন্ত ব্যাটিং করেন শাহবাজ। ৪১ বলে ৫৪ রান করেন তিনি। ৩৯ রান করেন কাইফ আহমেদ। বাগানের হয়ে দুটি করে উইকেট নেন আকাশ দীপ এবং রাজ কুমার পাল। আর একটি করে উইকেট নেন অনুরাগ তিওয়াড়ি এবং প্রিন্স যাদব। জবাবে ব্যাট করতে নেমে ১১২ রানে গুটিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে লড়াই চালন অনুষ্টুপ মজুমদার এবং বিবেক সিংহ। ৩২ বলে ৪৬ রান করেন অনুষ্টুপ। ৩০ রান করেন বিবেক সিংহ। তপন মেমোরিয়ালের হয়ে দুরন্ত বোলিং করেন শাহবাজ আহমেদ। পাঁচ উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন রমেশ প্রসাদ। একটি করে উইকেট নেন গৌরভ চৌহান, বিকাশ সিংহ এবং প্রয়াস রায় বর্মণ। দলের এই জয়ে খুশি শাহবাজ আহমেদ। ম্যাচ শেষে তপন মেমোরিয়ালের হাতে ট্রফি তুলে দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
আরও পড়ুন :জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল



































































































































