ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস নাকি ১৯৫৫ সালেই বলে গিয়েছিলেন ২০২১ হবে ভয়ংকরতম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কমিউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা হিটলারের উত্থান এইসবই নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী ছিল । আর সবই মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে । তাই নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী নস্যাৎ করতে পারেন না কেউই। সেই ১৯৫৫ সালেই তিনি ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তাই তাঁর করা ২০২১ সালের ভবিষ্যৎবাণী যদি মিলে যায় সেই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই খবর। নস্ত্রাদামুস বলেছিলেন রাশিয়ার এক বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবে যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীকে। সুতরাং ২০২১ সাল যে ভালো কাটবে তা এখন থেকে বলা সম্ভব নয়। যদিও জ্যোতিষীরা সবাই যে এই ভবিষ্যদ্বাণী মেনে নিচ্ছেন তা নয় । কারও কারও মতে ২০২১ দু’হাজার কুড়ির মত খারাপ হবেনা। এই পরিস্থিতির কিছুটা উন্নতি তো হবেই।
আরও পড়ুন-গেহলট-পাইলটের দুশ্চিন্তা বাড়িয়ে রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় জয় বিজেপির





























































































































