সংবাদমাধ্যমকে নিয়ে তাঁর দলের সাংসদ যখন একের পর এক অপমানজনক মন্তব্য করেছেন, তখন সংবাদমাধ্যমের উদ্দেশে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য প্রসঙ্গে কিছু না বলেও রানিগঞ্জের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে। প্রেস, মিডিয়া আমাকে অনেক সাহায্য করে থাকে। কার কোথায় কী প্রয়োজন তা তুলে ধরে সংবাদমাধ্যম।”

কর্মিসভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য করেন কৃষ্ণনগরের সাংসদ। এই নিয়ে বাংলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। কিন্তু ক্ষমা না চেয়ে শ্লেষাত্মক মিম শেয়ার করেন মহুয়া। এমনকী, তৃণমূলের অনেক নেতা-নেত্রী অনেকই এই মন্তব্য সমর্থন করেন না বলে জানান।
এবার প্রকাশ্য মঞ্চ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদের বক্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
আরও পড়ুন- ১২ রান হার ভারতের, ২-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার
 
 
 






























































































































