গেরুয়া শিবিরে যোগ দিতে চলছে পাঁজি-পুঁথি দেখা, মুকুলের সঙ্গে বৈঠকে শীলভদ্র

0
2

৭২ ঘন্টা আগে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত নিজের ফেসবুকে গেরুয়া রঙের উপর লিখেছিলেন, ‘আবার দেখা হবে যথাসময়ে।’ রাজনৈতিক গতিপথ কী হতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছিলেন। ঘোষণাও করেছিলেন আর তৃণমূলের প্রার্থী হবেন না। আর ঠিক এরই মাঝে তিনি মঙ্গলবার দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে। বৈঠক করে বুঝিয়ে দিলেন, দলবদলুদের দিকেই তিনি সম্ভবত নাম লেখাতে চলেছেন।

মুকুল রায়ের সঙ্গে যে ক’জন তৃণমূল বিধায়কের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, শীলভদ্র তাদের মধ্যে অন্যতম। ফলে মুকুলের সঙ্গে সাক্ষাৎ মোটেই চমকে দেওয়ার মতো নয়।

মুকুল এদিন বৈঠক করার পর যথারীতি বলেছেন, তৃণমূলে ওর দমবন্ধ হয়ে আসছে। যদিও এর আগেও একদিন শীলভদ্র মুকুলের কাছে এসেছিলেন। লক্ষ্য, অবশ্যই বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি। এক অনুগামী বলেছেন, দাদা (শীলভদ্র) এখন পাঁজি-পুঁথি-দিনক্ষণ দেখছেন। যে কোনওদিন ৬ নম্বর মুরলিধর সেন লেনে গিয়ে গেরুয়া পতাকা হাতে নেবেন।

আরও পড়ুন- সাংবাদিকদের সম্পর্কে মহুয়ার “দাম্ভিক” মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল