আন্দোলনরত অবস্থাতেই প্রাণ হারালেন এক কৃষক। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিদ্রোহের তেরোদিনের মাথায় আরেক কৃষকের মৃত্যু হল দিল্লিতে। এর আগেও আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন। মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে মৃত্যু হয় ৩২ বছরের এক কৃষকের। প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়েই তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিক অনুমান। মৃত কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন এক সহযোদ্ধার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া আন্দোলনকারীদের মধ্যে।

জানা গিয়েছে, একটানা গত বারোদিন ধরে লাগাতার আন্দোলনে সামিল ছিলেন ওই কৃষক। সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন বাকিরা। সাড়া না মেলায় খবর দেওয়া হয় চিকিৎসককে। যুবককে পরীক্ষা করে দেখার পর চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরেই ওই কৃষকের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:কৃষকদের পাশে দাঁড়িয়ে ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন মোদির
এদিকে, নয়া কৃষি আইন পুরোপুরি বাতিল না করে আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারত বনধের মধ্যে সন্ধেবেলা কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় জট কাটবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত কৃষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁরা চান সংসদের অধিবেশন ডেকে আইন প্রত্যাহার করুক কেন্দ্র।


































































































































