একটি কিডনি নিয়ে অ্যাথলেটিক্সে সেরাদের সঙ্গে লড়াই করেছি। এমনই চ্যাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ।
সোমবার নিজের টুইটারে তিনি লেখেন, তাঁর সামনে অনেক বাধা ছিল। যার মধ্যে একটি ছিল, ব্যাথা কমানোর ওষুধ খাওয়া। ব্যাথা কমানোর ওষুধ খেলে অ্যালার্জির সমস্যা হয়। এরপরই তিনি লেখেন, বিশ্বাস করুন আমি একটি কিডনি নিয়ে বিশ্ব মঞ্চে অংশগ্রহন করেছি। আপনারা বিশ্বাস না করলেও এটাই সত্যি।

২০০২ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয় করেন অঞ্জু ববি জর্জ। এছাড়াও ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০০৫ সালে বিশ্ব অ্যাথলেটিকসে সোনা জয় করেন তিনি।



































































































































