“অপমান হচ্ছিলে, আগে মনে পড়েনি। এতদিন কেন মন্ত্রী থাকলে? বিজেপি এসে কানের কাছে বললো, আর তখন মনে পড়ল অপমানিত হচ্ছেন। আর জঙ্গলে একটা শিয়াল ডাকলে তাকে দেখে আরও কেউ কেউ ডাকা শুরু করে।”
নাম না করে এভাবেই একযোগে শুভেন্দু অধিকারী আর রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
তৃণমূলের এক সভামঞ্চ থেকে বিদ্রোহীদের উদ্দেশে সুর চড়িয়ে ফিরহাদ বলেন, “অপমান হচ্ছিল আগে বললেন না কেন? এতদিন কেন মন্ত্রী থাকলেন? বিজেপি এসে কানের কাছে বলছে তারপর মনে পড়ল? আর বনের মধ্যে একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। তৃণমূল সাগরের মতো। আমি সম্মান পেলাম কিনা বড় কথা নয়। মানুষ কী পেল সেটাই বড় কথা।”
আরও পড়ুন-অনুমতি নেই, উত্তরকন্যা অভিযানে মরিয়া বিজেপি
 
 
 
 
 
 





























































































































