করোনা-লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। বেতন পাননি অনেকে। এমনই আর্থিক সংকটে রয়েছেন এ রাজ্যের অনেক মানুষ। তাই এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে সামান্য অন্ন তুলে দিতে কলকাতার যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিলেন বামপন্থী কর্মী, সমর্থকরা। আজ তার ২৫০ তম দিন।
অন্যদিকে কৃষি আইনের বিরোধিতা করে কৃষক আন্দোলন চলছে আজ নিয়ে টানা ১২ দিন ধরে। এমতাবস্থায় শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়েই বামেরা দাঁড়াতে চায় দেশজোড়া কৃষক আন্দোলনের পাশে।
সেই কারণেই আজ রাজ্যের কৃষক আন্দোলনের নেতৃত্বদের আমন্ত্রণ জানিয়েছে সিপিআইএমের রান্নাঘরে। সেখানে উপস্থিত থাকবেন অমল হালদার, কার্তিক পাল, তুষার ঘোষ। থাকবেন বামনেতা সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার। এদিন কিছু অর্থ তুলে দেওয়া হবে তাঁদের হাতে। কৃষক আন্দোলনের সংহতিতে।
আরও পড়ুন-অনুমতি নেই, উত্তরকন্যা অভিযানে মরিয়া বিজেপি





























































































































