আজ সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু অধিকারী, জল্পনা জিইয়ে বিবৃতি ঘনিষ্ঠের

0
1

রবিবার সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু জল্পনা জিইয়ে রাখলেন তিনি। আজ তিনি কোনও সাংবাদিক বৈঠক করছেন না বলে জানালেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।

এভাবে একসঙ্গে থাকা যায় না, শুভেন্দুর সেই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী বিগত তিনমাস ধরে জল্পনার পারদ চড়িয়েই চলেছেন। তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়ে তিনি সমান্তরাল জনসংযোগ চালিয়ে গিয়েছেন। অরাজনৈতিক মঞ্চ থেকে নানা মন্তব্য করে বার্তা দিয়েছেন। রবিবার তাঁর সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল। তিনি কী বিবৃতি দেন, তৃণমূলেই থাকেন নাকি তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দেন, নাকি তিনি নতুন দল গড়েন, তা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠের বিবৃতিতে সেই জল্পনা থেকেই গেল।

শুভেন্দু অধিকারী কবে কোথায় সাংবাদিক বৈঠক করবেন তা নিয়ে শুভেন্দু-ঘনিষ্ঠ কনিষ্ক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী আজ সাংবাদিক বৈঠক করছেন না। তবে খুব তাড়াতাড়িই তিনি জানাবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। তিনি দক্ষিণ কলকাতার কোনও জায়গায় সাংবাদিক বৈঠক করে সবকিছু সামনে আনবেন। তিনি কী করবেন, কোথায় যাবেন, সবকিছু স্পষ্ট হবে হয়ে যাবে।

আরও পড়ুন-শিলিগুড়ির হাসমি চকে বিমল গুরুং বিরোধী জয়বাংলার বিক্ষোভ