জসপ্রীত বুমরার থেকে ইয়র্কার শিখেছেন প‍্যাটিনশন, ম‍্যাচে নামার আগে এমনই বললেন অজি ক্রিকেটার

0
1

জসপ্রীত বুমরার থেকে নাকি বোলিং শিখেছেন জেমস প‍্যাটিনসন। রবিবার ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামার আগে এমনই জানালেন প‍্যাটিনসন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন প‍্যাটিনসন। সেই সময় জসপ্রীত বুমরার সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। সেখানেই বুমরার থেকে ইয়র্কার শেখেন প‍্যাটিনশন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে প‍্যাটিনশন বলেন, “টি-২০ অন‍্যতম সেরা বোলার বুমরা। ওর সেরা অস্ত্র ইয়র্কার। মুম্বইতে খেলার সময়ই প্রশ্ন করি, কি ভাবে ক্রমাগত ইয়র্কার দেয়। তখন বুমরা বলেছিল, যে নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে ইয়র্কার দেয় সে।” দরকার পরলে ভারতের বিরুদ্ধে এই কৌশল ব‍্যবহার করতে পারেন প‍্যাটিনশনও।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার টি-২০সিরিজ থেকে ছিটকে গেলেন স্টার্ক

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তারই প্রস্তুতি রবিবার থেকে শুরু করে দিল দু-দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। ১৭ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে, এই প্রস্তুতি ম‍্যাচে ব‍্যাটিং এর পাশাপাশি বোলিং এ ও নিজেদের গুছিয়ে নিতে মরিয়া ভারত।