ফের চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

0
1

ফের ধর্ষণ যোগীর রাজ্যে। আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলান্দশহরে চার ব্যক্তির বিরুদ্ধে চলন্ত গাড়িতে একটি মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে, জানিয়েছে পুলিশ। মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই অভিযুক্তদের মধ্যে একজনকে জিজ্ঞেসাবাদ চলছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট সন্তোষ কুমার সিং।

অভিযোগ অনুসারে, ওই তরুণী ৩ ডিসেম্বর কোনও কাজের জন্য একটি দোকানে যাচ্ছিলেন। ভ্যানটি থামতেই তিন-চারজন ছেলে তাঁকে গাড়িতে টেনে তুলেছিল। তারা তাঁকে বৈরামনগর রোডে নিয়ে যায়, সেখানে তারা ওই তরুণীকে ধর্ষণ করে। এবং ঘটনার একটি ভিডিও রেকর্ড করে রাখে বলেও অভিযোগ। এছড়াও ওই ধর্ষিতা অভিযোগ করেন যে, অভিযুক্তরা তাঁকে হুমকি দেয়। বলা হয়, তিনি এই ঘটনাটি কারও কাছে প্রকাশ করলে তার বাবা-মাকে হত্যা করা হবে।

শনিবার সকালে মূল অভিযুক্ত কিছু লোকজন নিয়ে ওই তরুণীর বাড়িতে পৌঁছেছিল বলেও অভিযোগ করেছে এই তরুণী। এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলেও জানান তরুণী।

কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন মূল আসামি এই ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-বড়দিনে হিন্দুরা চার্চে গেলে পেটাব, হুমকি বজরং দলের নেতার