করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন শতায়ু ভবতারিণী

0
2

করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন শতায়ু ভবতারিণী সামন্ত। শনিবার বিকেলে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনি ছুটি পেয়েছেন। মারণরোগের হাত থেকে মুক্তি পেয়ে স্বভাবতই খুশি তিনি। বাড়ি ফিরে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে তার কথা, ‘একটু বিশ্রাম’ নেব। হাওড়ার বাগনানের হারোপ গ্রামের বাসিন্দা ভবতারিণী গত ২২ নভেম্বর জ্বর, শ্বাসকষ্ট এবং সর্দি-কাশির উপসর্গ নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার পর জানা যায়, তিনি কোভিড-পজিটিভ। ২৩ নভেম্বর সেই রিপোর্ট আসে।
কয়েক দিন তিনি ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন। ১২ দিন পর ফের লালারসের পরীক্ষা করা হয়, শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসে।
ভবতারিণীর পরিবারের লোকজনও তিনি সুস্থ হয়ে ওঠায় খুবই খুশি।