জেল থেকে কোনো একটি চিঠি লিখেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লেখা বলে সূত্রের খবর। তাতে চারটি দলের পাঁচজন নেতার নাম আছে এবং আর্থিক পরিমানও লেখা আছে বলে খবর। জেল কর্তৃপক্ষ নিয়মমতো চিঠিটি কারা দফতরে পাঠিয়েছেন বলে কারা দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-তৃণমূল বিধায়ক খুনে মুকুল রায়কে চার্জশিট

































































































































