চলতি মাসের শেষেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন

0
3

রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার কথা বৃহস্পতিবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে চলতি মাসের শেষেহভাগেই ফের বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ তেমন হলে দীপাবলীর পর এই নিয়ে দ্বিতীয়বার বেতনবৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মোট প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি হবে৷ কেন্দ্রীয় সরকারের পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার কথা৷ বেতনবৃদ্ধির হার চোখ কপালে তোলার মতো৷

ভারতীয় রেলের নন- গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মানা হলে এই হারেই বেতনবৃদ্ধি হবে৷ ৷ পাশাপাশি এই ধরনের কর্মীদের পদন্নোতিও হওয়ার কথা৷

পদন্নোতি হলে রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন এমনিতেই বেড়ে যাবে৷ তাঁদের মাসিক বেতন অন্তত ৫ হাজার টাকা করে বাড়বে বলেও দাবি করা হচ্ছে৷ এইচআরএ, ডিএ, টিএ-র মতো বিভিন্ন ভাতাও বৃদ্ধি পাবে৷

দীর্ঘদিন ধরেই নিজেদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল কর্মী সংগঠনগুলি৷ বর্তমানে যা রয়েছে ১৮ হাজার টাকা৷

আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে জয় এটিকে এমবির, বাগানের হয়ে একমাত্র গোল রয় কৃষ্ণার