জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, নর্থইস্টের বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ‍্য রবি ফাউলারের

0
3

শনিবার আইএসএলের তৃতীয় ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। এই মুহুর্তে দু ম‍্যাচ হেরে লিগ টেবিলে লাস্ট বয় লাল-হলুদ শিবির। সেখানে নর্থইস্ট ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে। তাই শনিবারের ম‍্যাচ যে সহজ হবে না, তা ভালই জানেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

শেষ ম‍্যাচ মুম্বই সিটিএফসির কাছে ০-৩ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। দলের খেলায় হতাশ হয়েছিলেন লাল-হলুদ কোচ রবি ফাউলার। তবে সেসব এখন মনে করতে চাননা তিনি। বরং নর্থইস্টের বিরুদ্ধে ঘুরে দাড়াতে মরিয়া ফাউলার। এদিকে চোটের কারনে নর্থইস্টের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না ইস্টবেঙ্গল অধিনায়ক ড‍্যানি ফক্স। তবে তার ফলে নর্থইস্ট ম‍্যাচে কোন অসুবিধা হবে না বলে মনে করছেন ফাউলার।

লাস্ট দুই ম‍্যাচে দলের ডিফেন্স এবং স্ট্রাইকিং লাইন নিয়ে সমলোচিত হতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। এখনই দল নিয়ে হতাশার কোন কারন দেখছেননা ইস্টবেঙ্গল কোচ। বরং নর্থইস্টের বিরুদ্ধে দল ভাল খেলবে, শুক্রবার অনুশীলন শেষে এমনটাই জানালেন রবি ফাউলার। এই মুহূর্তে দরন্তে ফর্মে নর্থইস্ট ইউনাইটেড। দুটিতে ড্র এবং একটিতে জয়। আশুতোষ মেহতা, সুভাষিশ রায় চৌধুরী, ডেল‍্যান ফক্সের মতন ফুটবলাররা রয়েছে নর্থইস্ট ইউনাইটেডে। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। বরং নর্থইস্টের বিরুদ্ধে কি ভাবে জয় পাওয়া যায়, সেদিকেই ফোকাসড লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন- ৫ হাজারের বদলে ১০ হাজার! বহিরাগত ইস্যুতে বিজেপিকে তোপ