তিন তলার ছাদ থেকে ঝাঁপ ৬৩ বছরের বৃদ্ধের। গতকাল মধ্যরাতে ওই বৃদ্ধ ঝাঁপ দেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামেন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির নাম সৌমিত্র সেন। ঘটনাটি ঘটেছে, গল্ফগ্রীন এলাকার সুধীর চন্দ্র লেনে। বাড়িতে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকতেন সৌমিত্র সেন। জানা গিয়েছে, লকডাউনের কারণে, ছয় থেকে সাত মাস কোনও কাজ ছিল না তার। ফলে অবসাদে ভুগছিলেন সৌমিত্র।

তাঁকে প্রথমে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখান থেকে সৌমিত্রকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যে সৌমিত্রর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চলছে তদন্ত।
 
 
 
 
 




























































































































